
সেবা ডেস্ক: মিয়ানমারের রাখাইনে ফিরে যাওয়ার বিষয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বোঝাতে বাংলাদেশ সফরে আসছে মিয়ানমারের একটি প্রতিনিধিদল। দেশটির পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ের নেতৃত্বে প্রতিনিধিদলটি আগামী শনিবার সকালে দুদিনের জন্য কক্সবাজার যাবে।
একই সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আহা সেন্টারের একটি প্রতিনিধিদলও কক্সবাজার সফর করবে।
আহা সেন্টার ও মিয়ানমারের প্রতিনিধিদল একসঙ্গে রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে আলোচনার মাধ্যমে বোঝাবে। মিয়ানমার সরকার এদের জন্য যেসব কাজ করেছে সেগুলো তুলে ধরবে এবং শরণার্থীদের সর্বশেষ পরিস্থিতি ঘুরে দেখবে।
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে আন্তর্জাতিক সমালোচনা প্রশমন করতেই বাংলাদেশে প্রতিনিধিদল পাঠাচ্ছে মিয়ানমার। এজন্য দেশটিকে চাপ দিয়েছে চীনের সরকারও। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো এটিকে সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সাফল্য হিসেবে বিবেচনা করছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।