
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় রেসপন্সিভ লোকাল গভ: ইউনিটস্ ফর মার্জিনাইজড্ পিপল (রেসপন্সিবল) প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন লাইট হাউসের উদ্যোগে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, সহকারী কমিশনার (ভ‚মি) জিনাত রেহানা, স্বেচ্ছাসেবী সংগঠন লাইট হাউসের নির্বাহি প্রধান হারুন-অর-রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হাছিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকম সানাউল মোস্তফা, ধুনট থানার পুলিশ পরিদর্শক ফারুকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, উপজেলা ভ্যাটেরেনারী সার্জন ডা: মনিরুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ইউপি চেয়ারম্যান আজাহার আলী পাইকাড়, লাইট হাউসের প্রকল্প সমন্বয়কারী সামছুজ্জোহা তুহিন, সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ, লাইট হাউসের ধুনট উপজেলা প্রকল্প কর্মকর্তা সানজিদা নাছরিন ও প্রকল্প ফ্যাসিলিটেটর ওমর ফারুক জিন্নাহ প্রমুখ।
উল্লেখ্য, ডিএফআইডির অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় রেসপন্সিভ লোকাল গভ: ইউনিটস্ ফর মার্জিনাইজড্ পিপল (রেসপন্সিবল) প্রকল্পের আওতায় দরিদ্র-বান্ধব সেবা প্রদানে জন-প্রতিষ্ঠান সমূহের সক্ষমতাকে শক্তিশালী করণের লক্ষ্যে কাজ করবে স্বেচ্ছাসেবী সংস্থা লাইট হাউস। আগামী ৩ বছর উপজেলার গোপালনগর, নিমগাছী, গোসাইবাড়ি, চিকাশি ইউনিয়ন ও ধুনট পৌরসভা এলাকায় প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।