
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর ধারাবাহিকভাবে বন্যার্ত এলাকায় ত্রাণ বিতরণ করেই যাচ্ছেন। তিনি প্রতিদিনের ন্যায় ৯ জুলাই সোমবার দুপুরে পৌর এলাকার বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
এরমধ্যে মেষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণকালে নজরুল ইসলাম সওদাগর নিজ হাতে বন্যা কবলিত অসহায়, গরিব ও দরিদ্র পরিবার গুলোকে ত্রাণ বিতরণ করেন।
এ সময় তারিফ সিদ্দিকী, মজনু মিয়া, শাহীন মিয়া, রাসেল মিয়া সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।