বন্ধু সমাজ উন্নয়ন সংস্থা ও সিধাই কৃষি সমবায় সমিতির ত্রাণ বিতরণ

S M Ashraful Azom
0
বন্ধু সমাজ উন্নয়ন সংস্থা ও সিধাই কৃষি সমবায় সমিতি ত্রাণ বিতরণ
জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: বন্ধু সমাজ উন্নয়ন সংস্থা ও সিধাই কৃষি সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে গাইবান্ধার সিধাই চরের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

গাইবান্ধা সদর উপজেলার ১৩ নং মোল্লারচর ইউনিয়নের ৭ থেকে ৮ টি বিচ্ছিন দ্বীপ ও চর রয়েছে। যেগুলোর সাথে শহরের কোন সংযোগ নেই। ব্রহ্মপুত্র নদের মাঝখানে হওয়ার এবার বন্যায় এই ইউনিয়নের চরগুলো ব্যাপকভাবে প্লাবিত হয়। এগুলোর মধ্যে একটি চর হল সিধাই। এই চরের অধিকাংশ মানুষ প্রায় ১৫ দিন ধরে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।

পানিতে ভেসে গেছে অনেকের বাড়িঘর, ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে চরের মানুষজন।


শহর থেকে অনেক দূরে হওয়ায় সরকারি বেসরকারি ত্রাণ সামগ্রী খুব সীমিত আকারে গেলেও চরের মানুষ তাতে সন্তুষ্ট না।

অনেকের বাড়িতে শুকনা চুলার অভাবে হাড়িতে ভাত উঠছে না। এমতাবস্থায়, এই চরেরই দুটি স্বেচ্ছাসেবী সংগঠন 'বন্ধু সমাজ উন্নয়ন সংস্থা' ও 'সিধাই কৃষি সমবায় সমিতি' তাদের নিজস্ব ও সংগ্রহ করা ফান্ড থেকে এসকল পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে এগিয়ে আসে।

আজ বুধবার তারা ১৭৫ পরিবারকে  চিড়া, মুড়ি, সয়াবিন তেল, বিস্কিট ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

সাবুল্লা নামে একজন ত্রাণ গ্রহণকারী বলেন, "আমরা দ্বীপ চরের মানুষ হওয়ায় কেউ আমাদের খোঁজ খবর নেয় না, আমাদের বিপদের সময় এই সমিতি দু'টি সহয়তা করছেন।


এসময় উক্ত চরের ওয়ার্ড মেম্বরসহ সংগঠনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। ওয়ার্ড মেম্বর মোঃ মহসীন মিয়া জানান, শহর থেকে দূরে হওয়ায় সরকারি ত্রাণ খুব একটা আসে না, তাই এই বিপদকালীন সময়ে তাদের এই উদ্যোগে চরের বানভাসিরা ত্রাণ পেয়ে যেন অনেকটাই স্বস্তি পেল।

সংগঠনের একজন সক্রিয় সদস্য মোঃ খোকন মিয়া বলেন, আমরা কয়েকদিন থেকেই পরিকল্পনা করছি যে এলাকার বেশ কিছু মানুষকে শুকনা খাবার বিতরণ করব, কেননা এলাকার মানুষ পানিবন্দী হওয়ায় কোনদিন একবেলা রান্না করতে পারছে আবার কোনদিন তাও পারছে না, ফলে তাদের খাদ্য সংকট যাতে কিছুটা কাটানো যায় সেই থেকে আমাদের এই উদ্যোগ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top