
সেবা ডেস্ক: শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি ৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এরা ঢাকা থেকে জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়ি শেরপুর আসার পর জেলা হাসপাতালে ভর্তি হলে স্থানীয় পরীক্ষায় এ রোগের পজিটিভ ধরা পড়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্তরা হলো- জেলার নকলা উপজেলার ভুরদি গ্রামের আব্দুল হাকিমের ছেলে মজনু (২২), সদর উপজেলার বাঘের চর গ্রামের বসর উদ্দিনের ছেলে আনোয়ার (৪৫) এবং জেলা শহরের সচিনের ছেলে রাজন (৩৫)।
জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ভার্তি হলে স্থানীয় চিকিৎসক তাদের প্যাথলজিক পরীক্ষা করে শরীরে ডেঙ্গু ফেভার ভাইরাস চিহ্নিত করা হয়। প্রাথমিকভাবে মাত্র ৩ জন রোগী পাওয়া যাওয়ায় এসব রোগীদের জন্য আলাদা বেড এর ব্যবস্থা করা হবে বলে হাসপাতার সূত্র জানায়।
এ বিষয়ে হাসপতালের আবাসিক চিকিৎসক ডা. খাইরুল কবির সুমন জানান, কেবলমাত্র ডেঙ্গু সনাক্ত হয়েছে। আমরা এ বিষয়ে শতর্ক রয়েছি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।