কিছু কিছু ক্ষেত্রে পিতাকেও ছাড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী

S M Ashraful Azom
0
কিছু কিছু ক্ষেত্রে পিতাকেও ছাড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘শেখ হাসিনার ব্যক্তিত্ব পুরোপুরি বঙ্গবন্ধুর মতোই। পিতার সকল গুণই তিনি পেয়েছেন। কিছু ক্ষেত্রে তিনি তার পিতাকেও ছাড়িয়ে গেছেন। তাই নিঃসন্দেহে বলা যায়, আমার নেত্রী একজন ক্যারিশমাটিক লিডার।’

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উদ্যোগে ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর : তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম বলেন, ‘বাংলাদেশকে সবসময় সঠিকপথে পরিচালিত করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৮১ সালে আসার পর থেকে সারাদেশ তিনি চষে বেড়িয়েছেন। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। গণতন্ত্রে বিভিন্ন মতামত থাকবে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশ।’

এইচ টি ইমাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন-২০২১, ২০৪১ এবং ২১০০, ডেল্টা প্ল্যান ঘোষণা করেছেন। তা বাস্তবায়নে তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

জিয়াউর রহমান এবং এইচ এম এরশাদকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করে এইচ টি ইমাম বলেন, ‘স্বাধীনতার পর দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য অনেক চক্রান্ত হয়েছিল। জিয়াউর রহমান এবং এরশাদ এরা আর কিছুই নয়, মুদ্রার এপিঠ-ওপিঠ এবং এরা ছিলেন পাকিস্তানের পক্ষের লোক। আমাদের জন্য কিছু করেননি। দেশের উন্নতি কিছু করেছেন এরশাদ সাহেব, কিন্তু তাদের মন ছিল অন্য দিকে।’

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংসদ সাইমুম সরওয়ার কমল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান প্রমুখ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top