
শফিকুল ইসলাম,রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে। কর্মসূচীর শুরুতে কেক কেটে অনুষ্ঠানের যাত্রা শুরু করা হয়। এরপর বর্ন্যাঢ্য এক র্যালি উপজেলা শহর প্রদিক্ষন করে। ১৫জুলাই (সোমবার) প্রতিষ্ঠা বার্ষিকীর ওই কর্মসূচী পালন করা হয়।
যায়যায়দিন পত্রিকার রৌমারী প্রতিনিধি মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি কুদ্দুস বিশ্বাস, রেল ও নৌ যোগাযোগ উন্নয়ন গণকমিটির সাধারণ সম্পাদক শাহ মোমেন রিপন, প্রভাষক আতিকুর রহমান সুমন, ডাঃ রফিকুল ইসলাম,শিক্ষক আমজাদ হোসেন, সাংবাদিক শওকত আলী মন্ডল, আশরাফ উজ্জামান ,সাহাদত হোসেন শফিকুল ইসলাম, মিন্টু মিয়া, জিতেন চন্দ্র দাস, মাসুদ পারভেস রুবেল, শাহরিয়ার নাজিম, মাসুদ রানা প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।