
সেবা ডেস্ক: খুলনা জেলার ডুমুরিয়া থানার চাকুন্দিয়া গ্রামের দুর্ধর্ষ ডাকাতি মামলার আসামী গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ডুমুরিয়া থানার সাব ইন্সপেক্টর (এসআই) শেখ মোঃ নুরুল ইসলাম(নুর) লুঙ্গি পরিহিত অবস্থায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করেন।
জানা গেছে, খুলনা জেলার ডুমুরিয়া থানার চাকুন্দিয়া গ্রামের দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডুমুরিয়া থানায় চলতি বছরের ৯ মার্চ মামলা করা হয়। মামলা নং-১১ এবং ধারা৩৯৫/৩৯৭। মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব পান ডুমুরিয়া থানার এসআই শেখ মোঃ নুরুল ইসলাম। মামলার আসামীদের ধরার চেষ্টা অব্যাহত থাকে। বৃহস্পতিবার এসআই নুরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের মাধ্যমে লুঙ্গি পরে ছদ্মবেশ ধারণ করে পাইকগাছার কপিলমুনি বাজার ও গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা থেকে আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন-জেলার পাইকগাছা উপজেলার রেজ্জেকপুর গ্রামের রহমত আলীর পুত্র হাবিল(৪২) এবং গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার গওহরডাঙ্গা গ্রামের জলিলের পুত্র মাহাবুব(৩৮)।
ডুমুরিয়া থানার এসআই শেখ মোঃ নুরুল ইসলাম(নুর) বলেন, তিনি এই মামলার তদন্তকারী কর্মকর্তা। আসামীদের ধরতে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে। যার কারণে লুঙ্গি পরে ছদ্মবেশে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক পৃথক অভিযানের মাধ্যমে আসামীদের গ্রেফতার করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।