
সেবা ডেস্ক: ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯০৭টি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। এদের মধ্যে কলেজ মাত্র ১৭১টি। আর মাদরাসা ৬১৫টি ও ১২১ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। একইসঙ্গে ১০টি বোর্ডের গড় পাসের হার যেখানে ৭৩.৯৩ শতাংশ, সেখানে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ।
বুধবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডের প্রধানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন। এরপর সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব বোর্ডের ফলও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
মাদরাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৪৩ জন। এছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছেন তিন হাজার ২৩৬ জন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।