
শামীম তালুকদার: প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (এনসিডিডাব্লিউ) এর উদ্যোগে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে পিআরপিপিএলজিডি প্রককল্পাধীন বদরগঞ্জ উপজেলা প্রশাসনের সভা কক্ষে ৩০ জুলাই সকাল ১০:৩০ টায় “সামগ্রিক উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ” শীর্ষক অধিপরামর্শ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলে রাব্বী সুইট, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বদরগঞ্জ, রংপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নবীরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বদরগঞ্জ, রংপুর। সভাপতিত্ব করেন জনাব রুবেল মিয়া, সভাপতি, কালুপাড়া প্রতিবন্ধী অধিকার সংস্থা। স্বাগত বক্তব্য প্রদান করেন নাসিমা খাতুন, প্রোগ্রাম অফিসার, এনসিডিডাব্লিউ। সভা পরিচালনা ও প্রবন্ধ উপস্থাপন করেন জনাব হাসানুজ্জামান, ফিল্ড কো-অর্ডিনেটর, এনসিডিডাব্লিউ, রংপুর।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও) এর নেতৃবৃন্দ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।