দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ৪৯২পিছ ইয়াবাসহ গ্রেপ্তার এক

S M Ashraful Azom
0
One arrested along with 32-year-old Yabas in RAB operation in Dewanganj
সেবা ডেস্ক: গতকাল ৩০ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪৯২টি ইয়াবাসহ মো. রিয়াজ উদ্দিন (২২) নামের একজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উপজেলার তারাটিয়া বাজারে লিখন হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বকশীগঞ্জ উপজেলার বালিঝুড়ি গ্রামের মো. আব্দুল করিমের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে ৩০ জুলাই সন্ধ্যা ৭টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় ৪৯২টি ইয়াবা ও দুটি মুঠোফোন সেটসহ চিহ্নিত মাদক কারবারি মো. রিয়াজ উদ্দিনকে স্থানীয় লিখন হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জোনাঈদ আফ্রাদ জানান, র‌্যাবের মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। মামলা দায়ের করে গ্রেপ্তার মাদক কারবারি মো. রিয়াজ উদ্দিনকে দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top