
সেবা ডেস্ক: সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপুর্ন এলাকায় চোরাচালান প্রতিরোধের নিমিত্তে কঠোর নজরদারী এবং আভিযানিক কর্মকান্ড অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ৭ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়।
গতকাল ৯টা৫০ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হোসেন এর নেতৃত্বে একটি টহল দল মেইন পিলার ১৩ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউনডাংগা মাঠের মধ্য দিয়ে ভারত হতে অবৈধ ভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় (১) মোঃ তৌহিদ শেখ (৩২),পিতা- মৃত আহাম্মদ শেখ, গ্রাম ও পোষ্টঃ জোংগোসিয়া, থানা-দিঘলিয়া ও জেলা-খুলনা (২) মোছাঃ রোকসানা বেগম (২৮), স্বামী মোঃ তৌহিদ শেখ, গ্রাম ও পোষ্টঃ জোংগোসিয়া, থানা-দিঘলিয়া ও জেলা-খুলনা, (৩) মোছাঃ রত্না বেগম (২৪), স্বামী- হাফিজুর রহমান, গ্রাম- বিষ্ণপুর, পোষ্ট- মাধব পাসা, থানাঃ কালিয়া ও জেলাঃ নড়াইল (৪) মোঃ আমিনুল মোল্লা (৩৪), পিতা-জলিল মোল্লা, গ্রাম-সীলমপুর, পোষ্ট- গাজিরহাট, থানা-কালিয়া ও জেলা-নড়াইল (৫) মোছাঃ তাসলিমাবেগম (৩১), স্বামী-মোঃ কুদ্দুস, গ্রাম-চাকলা, পোষ্ট- চাকলা কাঁঠালতলা, থানা-মনিরামপুর ও জেলা-যশোর (৬) মোছাঃ নিরুপা বেগম (২৪), স্বামী- মোঃ শিমুল শেখ, গ্রাম- লাক্ষয়াটি, পোষ্ট- বারাকপুর, থানা- দিঘলিয়া ও জেলা- খুলনাকে আটক করা হয়। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।