
সেবা ডেস্ক: আজ রোববার থেকে পাঁচ দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পাঁচ দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি। সম্মেলন শেষ হবে আগামী ১৮ জুলাই।
ডিসি সম্মেলন তিন দিনের পরিবর্তে এবার দুদিন বাড়িয়ে পাঁচ দিন করা হয়েছে। মাঠ প্রশাসনকে শক্তিশালী করে সরকারের কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ডকে আরো ত্বরান্বিত করতে এ সম্মেলনের মাধ্যমে বার্তা দেয়া হয় সরকারের কেন্দ্র থেকে। জেলা প্রশাসকরাও মাঠ প্রশাসনের চাহিদা, সুবিধা ও অসুবিধাগুলো তুলে ধরেন মন্ত্রণালয়গুলোর কাছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সম্মেলনের উদ্বোধন হলেও পরে সচিবালয়ে সম্মেলনের কার্যকরী অধিবেশনগুলো হবে। এবারই প্রথম জেলা প্রশাসক সম্মেলনে প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধানগণ ও জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ডিসিদের বৈঠক হবে।
সম্মেলনে ২৯টি অধিবেশন ও ২৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনের দ্বিতীয় দিন ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।