
গাইবান্ধা জেলা প্রতিনিধি: র্যাব ১৩ উদ্যোগে গাইবান্ধায় বন্যা দুর্গত বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে । আজ ২৯ জুলাই সোমবার পৌর শহরের জুবলি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে প্রায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ মুন্না বিশ্বাস ,সিনিয়র ডিএডি আব্দুল রাজ্জাক ও ডিএডি আদম আলী উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুন্না বিশ্বাস সাংবাদিকদের বলেন, রংপুর র্যাব ১৩ অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস, (এস), বিএন স্যার বানভাসী ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সমগ্রী পাঠিয়েছেন যা আজ সকালে গাইবান্ধা র্যাব ১৩ অফিসের মাধ্যমে বিতরন করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।