
শফিকুল ইসলাম,রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আয়োজনে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই (মঙ্গলবার) দুপুরের দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বনার্তদের মাঝে এসব ত্রাণ ও চিকিৎসকের পরামর্শে বিনা মুল্যে ঔষুধ বিতরণ করা হয়।
ত্রাণের প্যাকেটে ছিল চাউল, ডাল, তেল, গোলআলু, লবন, গ্যাস লাইট, মোমবাতি, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও খাবার স্যালাইন। ক্যাম্পইনে ফ্রি চিকিৎসা ও ঔষুধ বিতরণ করেন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার জহুরুল ইসলাম।
ত্রাণ বিতরণ কালে বক্তব্যদেন বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, খন্দকার সামছুল আলম, আজিজুল হক, সোহরাব হোসেন, তাহের আলী, লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক হারন অর রশিদ মোল্লা, সদস্য সচিব মাইদুল ইসলাম, অন্যতম সদস্য আব্দুল্লাহ আল কাফী, সদস্য ফারুক হোসেন, মিজান ও রবিউল ইসলাম প্রমূখ।
জাতির সূর্য্যসন্তান ৭১’র বীর সৈনিক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বলেন, আমাদের সন্তানরা নিজেদের উদ্যোগে বন্যার্তদের জন্য যে ত্রাণের ব্যবস্থা করেছে আমি তাদের ধন্যবাদ জানাই। সেই সাথে আগামী দিনগুলোতে আমাদের সন্তানরা আরো যাতে বেশি বেশি করে অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারে। বীরমুক্তিযোদ্ধার যে সন্তানরা এলাকার বাহিরে থেকে সহযোগিতা করেছে তাদেরকেও আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।