
সেবা ডেস্ক: হেলেনের জন্য ট্রয় নগরীর মেনিলাস, আর মাইসেনিয়ার রাজা আগামেনন, আর মিন্নির জন্য রিফাত, নয়ন ধ্বংস হয়।
কিন্তু হেলেন বাহ মিন্নিরা ঠিকই সুখে থাকে, সুখ হারায় শুধু তার মা বাবা। যে ভালবাসায় একজন মা তার জন্মের পূর্বে শুরু করেছিল আর ইচ্ছা ছিল তার মৃত্যুর সময় যে তার আদরের সন্তান তার ভালবাসাটা পাশে থাকে যাহ কোন হেলেন বাহ মিন্নির মতো সুন্দরীর জন্য পুর্ন হয় নাহ।
যে বাবা তার জিবনের পুরোটা বিসর্জন দিয়ে তার পুত্রের আশা, চাওয়া পাওয়া পুরনে তার শরীরের পুরোটা জামা ঘামের পানিতে গোসল করতে দ্বিধাবোধ করে নাহ যার বিনিময়ে তার একটাই চাওয়া তার মৃত্যুর পর লাশটা তার ছেলে বহন করবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আর প্রকৃতির কি খেলা উল্টো যখন তার ঘামের মাধ্যমে অর্জিত পরিশ্রম দ্বারা বেড়ে উঠা ছেলের লাশ অনাকাঙ্ক্ষিত ভাবে নিজের কাধে নিতে হয়, তখন একজন ভুক্তভোগী বাবা বা মা ছাড়া কেউ তা অনুধাবন বা অনুমান করতে পারে নাহ।
আর নয়ন বন্ডের মতো বিবেকহীন, লম্পট, চরিত্রহীন,নেশাখোর ছেলের জন্য শুধু তার পরিবার কে দোষারোপ করা মোটেই ঠিক নয়।
এর জন্য প্রথম দায়ী কিছু স্বার্থনেষী রাজনীতিবীদ, সমাজ, সর্বোপরি রাষ্ট্র। পরিশেষে একটাই অনুরোধ আপনার ছেলেকে মানবিকতা, ভদ্রতা ও ধর্মীয় শিক্ষা দিন যাতে নয়ন এর মতো কোন ছেলের বাবা হতে নাহ হয়।# আল্লাহ
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।