বকশীগঞ্জে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে  শিপন মিয়া (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছে।

সোমবার ভোরে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের ডুমুর তলা নামক স্থানে এ বন্দুক যুদ্ধ হয়।

নিহত শিপন শেরপুর সদর উপজেলার মুন্সীরচর এলাকায় জালাল উদ্দিনের ছেলে।
এর আগে গত রবিবার রাতে বকশীগঞ্জে নৌ ডাকাতির সময় স্থানীয় মানুষের হাতে ধরা পরে শিপন মিয়া। পরে তাকে বকশীগঞ্জ থানায় সোর্পদ করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে এম মাহাবুব আলম জানান, দিনভর জিজ্ঞাসাবাদ শেষে মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য শিপনকে নিয়ে প্রথমে সারমারা এলাকা ও রামরামপুর এলাকায় যায় পুলিশ।

ভোরের দিকে শিপনকে নিয়ে বকশীগঞ্জের কামালপুর ইউনিয়নের ডুমুরতলা নামক স্থানে আসার সাথে সাথে তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। আত্¥রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে শিপন মিয়া গুরুতর আহত হয়। এ সময় হামলায় ৪ পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হয়। আহতরা হলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান, এস আই রাজু আহাম্মেদ, কনেস্টেবল নকরেট ও কং মিজানুর রহমান।  ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, একটি মোটরসাইকেল ও ৩০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে শিপন মিয়াকে বকশীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহত শিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, খুন সহ ১৮ টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি একেএম মাহাবুব আলম ।



 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top