
মোহাম্মদ আলী, জামালপুর প্রতিনিধি: পরম করুণাময়ে কৃপা, মানুষের দোয়া আর চিকিৎসকদের চেষ্টায় ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠছেন বকশিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, আব্দুর রউফ তালুকদার। হাসপাতালে শুয়েও তিনি এলাকার বন্যা ও বন্যার্ত মানুষের খোঁজ খবর নিলেন।
ঢাকার ইউনাইটেড হাসপাতালে তাঁকে দেখতে গেলে তিনি এলাকা ও এলাকার মানুষের খোঁজ খবর নেন।
এর আগে শনিবার তাঁর শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে আইসিসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করেন।
এ সময় তাঁর পাশে থাকা স্বজনরা জানান, যে অবস্থায় তালুকদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তিনি এখন তার চেয়ে অনেকটা ভাল। আল্লাহ চান তো শিঘ্রই তিনি তাঁর মাটি ও মানুষের কাছে ফিরে যেতে পারবেন। এর জন্য আবারও বকশিগঞ্জের স্বর্বস্তরের মানুষের দোয়া প্রার্থণা করেছেন তাঁর পরিবার।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।