
জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গাজীপুর সিটি কমিশনারের ত্রাণ বিতরণ।
দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আঃ কাদের সাহেবের সুযোগ্য পুত্র মোঃ মাহমুদুল হাসান বাবুর সহযোগিতায় গাজীপুর সিটি কমিশনার ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবদুল্লাহ আল মামুনের অর্থায়নে গতকাল রবিবার সানন্দবাড়ী এলাকার বন্যার্তদের মাঝে চাল, ডাল,তেল,চিনি এবং নগদ টাকাসহ প্রায় দশ লাখ টাকার ত্রাণ বিতরণ করেন।ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আজিজুর রহমান আকন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।