নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিহতদের স্বজনদের হজ করাবে সৌদি

S M Ashraful Azom
0
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিহতদের স্বজনদের হজ করাবে সৌদি
সেবা ডেস্ক: এ বছরের মে মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের ২০০ জনকে পবিত্র হজ পালনের সব খরচ বহন করার ঘোষণা দিয়েছে সৌদি বাদশাহ সালমান। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বুধবার দেশটির গণমাধ্যম আরব নিউজ এ খবর জানায়।

চলতি বছরের মার্চ মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলা চালায় অস্টেলীয় শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেনটন ট্যারেন্ট। এ হামলায় ৫১ জন জামাজরত মুসলমান নিহত হন। এ ছাড়া হামলায় ২০ জনের বেশি আহত হন।

সৌদির ধর্মমন্ত্রী শেখ আবদুল্লাতিফ বিন আবদুল আজিজ আল-আশেখ জানান, মঙ্গলবার সৌদি বাদশা এ সংক্রান্ত ঘোষণা দেন। সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে সৌদি তৎপর রয়েছে। এ হজ মৌসুমে তাদের পরিবারের সদস্যদের হজের খরচ বহন করবে সৌদি আরব।

তিনি আরও বলেন, তাদের হজ সফরে আমন্ত্রণে প্রয়োজনীয় সবকিছু করতে মন্ত্রণালয় নিউজিল্যান্ডে অবস্থিত সৌদি দূতাবাসের সঙ্গে কাজ করছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top