
সেবা ডেস্ক: সাবেক নীল দুনিয়ার সানি লিওন মানেই উন্মাদনা। যেখানেই যান কেড়ে নেন সবার মনোযোগ। নীল দুনিয়া থেকে এসে বলিউডে এখন তিনি শক্ত অবস্থানে নিজেকে প্রতিষ্ঠায় ব্যস্ত। নাচে গানে বারবার ভক্তদের মুগ্ধ করেছেন, আবারও চমক দিতে প্রস্তুত এই অভিনেত্রী।
এবার মৎস্যকুমারীর সাজে দেখা গেল সানি লিওনকে। জানা গেছে, নতুন সিনেমার জন্য নতুন সাজ নিয়েছেন তিনি। ‘ঝুটা কাহি কা’ নামের একটি সিনেমার ‘ফাঙ্ক লাভ’ শিরোনামের গানের দৃশ্যে তাকে মৎস্যকুমারী রূপে দেখা যাবে।
‘ঝুটা কাহি কা’ ছবির গানেই শুধু নয়, এ ছবিতে অতিথি অভিনেত্রী হিসেবে একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন এই বলিউড আইটেম গার্ল।
স্মিপ কাং পরিচালিত ‘ঝুটা কাহি কা’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন ঋষি কাপুর, জিমি শেরগিল, ওমকার কাপুর, মনোজ জোশি, নিমিশা মেহতা প্রমুখ। হাস্য রসাত্মক গল্পের বলিউডের এই ছবিটি মুক্তি পাবে ১৯ জুলাই।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।