
সেবা ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে সাত লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকারীরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনগত রাতে টেকনাফের জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফ নদীতে এ অভিযান চালানো হয়।
টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. সোহেল রানা জানান, মিয়ানমার থেকে মাছ ধরার নৌকায় করে ইয়াবার একটি বড় চালান টেকনাফের জালিয়ারদ্বীপ হয়ে বাংলাদেশে ঢুকবে। এমন সংবাদের ভিত্তিতে রাতে তার নেতৃত্বে কোস্টগার্ডের একটি বিশেষ দল ওই স্থানে অবস্থান নেয়।
এ সময় ছোট্ট একটি ডিঙ্গি নৌকায় করে তিনজন লোক আসতে দেখে কোস্টগার্ড সদস্যদের সন্দেহ হলে তাদের দাঁড়ানোর সংকেত দেন। পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি পানিতে ডুবিয়ে সাঁতরিয়ে পালিয়ে যান। পরে নৌকাটি উদ্ধার করে সেখান থেকে সাত লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।