শুরু হয়েছে এএফএমসির সাংস্কৃতিক প্রতিযোগিতা

S M Ashraful Azom
0
শুরু হয়েছে এএফএমসির সাংস্কৃতিক প্রতিযোগিতা
সেবা ডেস্ক: বাংলাদেশ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) এর সাংস্কৃতিক, মেডি-কার্নিভ্যাল, আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতা-২০১৯ উৎসব শুরু হয়েছে।

রোববার কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান এক সপ্তাহের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। কলেজের অধ্যয়নরত ক্যাডেটদের সঠিক মানসিক বিকাশ ও সৃষ্টিশীল চেতনার উন্মেষ ঘটানোই এ প্রতিযোগিতা ও উৎসবের মূল লক্ষ্য।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেডি-কার্ণিভ্যাল একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে এ কলেজের ক্যাডেটরা তাদের প্রতিভা, সুকুমার বৃত্তি ও মেধা মননের উন্মেষ ঘটাতে পারে। বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও কয়েকটি প্রতিষ্ঠান এ অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে। উৎসবে বিভিন্ন ক্ষেত্রে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। কলেজের সব বিভাগীয় প্রধানরাসহ প্রশিক্ষক ও ক্যাডেটরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ পর্যন্ত আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ২১ টি ব্যাচে  ৯২জন বিদেশি ক্যাডেটসহ ১ হাজার ৮৬৩ জন ক্যাডেট ভর্তি হয়েছে। প্রথম ১৬ টি ব্যাচে ১ হাজার ১৮৯ জন ক্যাডেট এমবিবিএস কোর্স সম্পন্ন করেছে।

১৬তম ব্যাচের চিকিৎসকরা ঢাকা সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ইন্টার্নশিপ প্রশিক্ষণ নিচ্ছেন। এ কলেজ থেকে পাশ করা ৪৩১ জন চিকিৎসক বাংলাদেশ সামরিক বাহিনীর আর্মি মেডিকেল কোর-এ যোগ দিয়েছেন। তাদের অনেকেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসহ দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। বর্তমানে এএফএমসি’তে প্রতি বছর ১২৫ জন ক্যাডেট ভর্তি করা হয়।

আগামী ১ আগস্ট সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এই প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top