
সেবা ডেস্ক: নবম ওয়োজ বোর্ড বাস্তবায়নে সুপারিশমালা কেবিনেটে পাঠিয়েছে মন্ত্রিপরিষদের গঠিত কমিটি। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘সুপারিশগুলো কেবিনেটে পাঠানো হয়েছে। সেটি কেবিনেটে আলোচনা হবে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পর গেজেট আকারে তা প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী ৫ তারিখ দেশে ফিরলে মন্ত্রিসভার বৈঠক করে সিদ্ধান্ত হবে।’
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘নবম ওয়েজ বোর্ডের সুপারিশে বলা হয়েছে, গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা করা। সেজন্য এটি ওয়োজ বোর্ডে আলাদাভাবে যুক্ত করার সুযোগ নেই। গণমাধ্যমকর্মী আইন এখন আইন মন্ত্রণালয়ে ভেটিং পর্যায়ে আছে।’
ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।