অসহায় প্রতিবন্ধীর সর্বস্ব লুটে নিয়েছে চোর

S M Ashraful Azom
0
অসহায় প্রতিবন্ধীর সর্বস্ব লুটে নিয়েছে চোর
সেবা ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে চলৎশক্তিহীন জন্মপ্রতিবন্ধী ব্যবসায়ী সাইফুল ইসলামের পরিবারে চলছে হাহাকার। কারণ স্ত্রী সন্তান নিয়ে চলার একমাত্র অবলম্বন দোকানটিতে রবিবার রাতে চুরি হয়েছে।

চোরেরা দোকানের তালা ভেঙে তার সর্বস্ব লুটে নিয়েছে। এখন স্ত্রী সন্তানের মুখে দেওয়ার মতো কিছুই নেই। সাইফুল এখন দোকানের সামনে বসে কান্নাকাটি করছেন আর দুই হাত তুলে বিচার চাইছেন। 
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা নামা পাড়া গ্রামের মৃত আবুল হাসেমের জন্মপ্রতিবন্ধী ছেলে সাইফুল ইসলাম (৩৫) স্বজনদের বোঝা না হতে অন্যের কাছে হাত না পেতে বাড়ি সংলগ্ন রাস্তার পাশে একটি দোকান চালাতেন। নিজে চলাচল করতে পারেন না বলে প্রতিবেশীদের মাধ্যমে দোকানের জন্য মালামাল আনাতেন। মুদি পণ্যের পাশাপাশি দোকানে মোবাইলের মিনিট কার্ড বিক্রি ও দুইটি স্পিকার ভাড়া দিতেন। এই দোকানের আয়-উপার্জনে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে সাইফুল ইসলামের তিন জনের সংসার চলতো। গত রবিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে সাইফুল ইসলাম বাড়িতে চলে যান। পরদিন সোমবার সকাল ৮টার দিকে এসে দেখেন দোকানের তালা ভেঙে সর্বস্ব লুটে নিয়ে গেছে চোর।

অবস্থা দেখে সাইফুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। চুরি হওয়ার পর থেকে সাইফুলের ঘরে চুলা জ্বলেনি। স্ত্রী সন্তানসহ প্রায় অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছেন তিনি। 
সাইফুল ইসলাম বলেন, ‘চোরেরা আমার সব লইয়া গেছে। অহন বৌ-পোলা লইয়া না খাইয়া মরণ লাগবো। বুইধবার (বুধবার) আলামিন ভাই ২০০ ট্যাহা দিলে চাইল ডাইল এনে বৌরে দিছি। ’

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আহাদ খান আজ বৃহস্পতিবার ঘটনাটি শুনে সাইফুলের সাথে মোবাইলে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে চোরদের ধরার আশ্বাস দেন।

এই বিষয়ে মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, খুবই অমানবিক একটি ঘটনা। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব এবং সাইফুল যাতে আবার দোকান চালাতে পারে সে জন্য আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top