
শামিম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের পুরান টুপকারচর গ্রামের একটি রাস্তা বন্যায় বিধ্বস্ত হয়ে গেছে। এ কারণে সাধারণ মানুষের চরম দুভোর্গ পোহাতে হচ্ছে।
টুপকারচর থেকে সর্দারপাড়া রাস্তার জালালের বাড়ি মোড় নামক স্থানে এবারের বন্যায় পানির প্রবল স্রোতের কারণে রাস্তাটি টি ভেঙে যায়। এর ফলে মেরুরচর থেকে টুপকারচর এবং বকশীগঞ্জ পৌর শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছন্ন হয়ে পড়ে।
পরে স্থাানীয় লোকজন নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে সাকো তৈরি ককরলেও সেটিও ভেঙে যায়। টুপকার চর(পুরান), জাগিরপাড়া, আউলপাড়া, মেরুরচর, ফকিরপাড়া, গোয়ালের চর, কাছিমার চর, ভাটি খেওয়ার চর ও রবিয়ার চর আংশিক (শুকনো মৌসুমে) ইত্যাদি গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগে রয়েছে। একইসাথে অসুস্থ,মহিলা,শিশুসহ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।