
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে পুলিশের কাছ থেকে দুই গাঁজাসেবীকে ছিনিয়ে নিয়েছে।
জানাগেছে, শ্যামপুর ইউনিয়নের টুপকারচর গ্রামের মনির হোসেন মনি (৫০) এর গোয়াল ঘরে গাঁজার আসর বসছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুলাই দিবাগত মধ্যরাতে গাঁজার আসরে হানা দিয়ে গাঁজাসহ মনি শেখের ছেলে সোহেল (২০), আবুল কাশেমের ছেলে আব্দুল জলিল (গুড়ি) শেখ (৪০) এবং মোহাম্মদ আলীর ছেলে মিজানুর রহমান (৫০)কে গ্রেপ্তার করে পুলিশ। আসামীদের ডাক চিৎকারে গ্রেপ্তারকৃতদের স্বজনরা এসে পুলিশকে মারধর শেষে মিজান ও গুড়িকে ছিনিয়ে নেয়। ওদিকে আহত তিন পুলিশ এসআই আজহারুল ইসলাম, তোফায়েল আহমেদ ও কনস্টবল আশিকুর রহমান মেলান্দহ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি রেজাউল করিম জানান-এ ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। মুল আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। ১৬ জুলাই দুপুরে গ্রেপ্তারকৃত সোহেল এবং গুড়ির ছেলে সবুজ মিয়াকে (১৮) জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে পুলিশী হেফাজতে নেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় নিরীহ লোক যাতে হয়রানি নাহয়; সে বিষয়ে দৃষ্টি রাখা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।