
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী সুতা ব্যবসায়ী কাশেম আলী মীরকে (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে খোকসাবাড়ী গ্রামের নওসাদ আলী মীরের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে কেজির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০১৭ সালে নারী ও শিশু নির্যাতন এবং ২০১৮ সালে খোরপোশ আইনে মামলা করেন তার সাবেক স্ত্রী রাবেয়া খাতুন। তার ঘরে তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে। রাবেয়া বেলকুচি থানার তামাই গ্রামের এক তাঁত শ্রমিক মেয়ে।
এনায়েতপুর থানা ওসি তদন্ত মোয়াজ্জেম হোসেন জানান, কাশেম আলীকে বৃহস্পতিবার বিকেলের দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।