দেওয়ানগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজ ৫ : আরো ১ লাশ উদ্ধার

S M Ashraful Azom
0
4 missing in boat sinking in Jamalpur
জামালপুর সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জে নৌকাডুবির ঘটনায় আরো ১ জনের লাশ উদ্ধার করলেও ৫জন এখনো নিখোঁজ আছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এ পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করেছে।

নিখোঁজ রেজিয়া খাতুনের লাশ উদ্ধার করেছে স্বজনরা। দেওয়ানগঞ্জের ফুটানি বাজার ঘাট থেকে ছেড়ে যমুনার নদীর চরহলকা হাওড়াবাড়ীর টিনেরচরে নৌকাটি পানিতে তলিয়ে যায়।

শুক্রবার সকালে চুকাইবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সেলিস খান জানিয়েছেন- যমুনা নদীতে আজো প্রচুর বাতাস ও ঢেউ থাকায় উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে। উদ্ধার কাজে থাকা স্থানীয় মেম্বার কালাম জানিয়েছেন, ভাটিতে সিরাজগঞ্জ’র পাতিলদহচর থেকে রেজিনা(৫০) নামের  একজনের লাশ পাওয়া গেছে।

নিহতদের স্বজনদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেওয়ানঞ্জ উপজেলা নৌ থানা অফির্সাস ইনর্চাজ মিজানুর রহমান  বলেন,  নিখোঁজের তালিকায় থাকা, নয়ন নামের আরো একজন নব্বইচরে সন্ধান পাওয়ার কথা নিশ্চিত করেছেন। স্বজন হারাদের ঘরে ঘরে চলছে শোকের মাতম।

  উপজেলা প্রশাসনের নিখোঁজের তালিকায় আছেন-মো: শহিদ শিকদার, পিতা – দিলবার শিকদার, কাঞ্চন মালা, স্বামী- মো:ফজল হক, রেজিয়া, মৃত: স্বামী মজিবর, নয়ন, ভাই রতন, দুলাল পিতা: তৈবর, মোছা: আকন স্বামী মো: ছম্মন।

উল্লেখ্য, ৭ আগস্ট রাত ৮টার দিকে দেওয়ানগঞ্জে ৩০ জন দু:স্থজনসহ মোট ৩০ জন লোক ভিজিএফ এর চাল নিয়ে বাড়ি ফেরার পথে যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top