বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

S M Ashraful Azom
0
Bangabandhu and Bangamata Gold Cup Football Tournament
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় প্রাথমিক স্তরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুল ন্নেছা মজিব গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গত গতকাল সোমবার বিকালে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ পূর্ব এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুর-উর-রশিদ, ইউ আর সির ইন্সেট্র্যাকটর সাজু মিয়া, সহকারি শিক্ষা অফিসার খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আলম, পরিমল চন্দ্র সরকার,  রিপন আলী, বিল্পব হাসান মদিনা, আশিকুর রহমান, শহিদুল্লাহ প্রমুখ ।

ফাইনাল খেলায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে অংশ নেয় জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম উত্তর দুলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় । নির্ধারিত সময়ের মধ্যে ১-০ গোলে জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর দুলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।

অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুলন্নেছা মজিদ টুর্নামেন্টে অংশ নেয় জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুবনি কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার নির্ধারিত সময়ের মধ্যে ১-০ গোলে জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়,ধুবনি কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।

মজার বিষয় হল দুটি চ্যাম্পিয়ান কাপ জিতে নেয় জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় উপজেলার ২৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। পরে বিজয়ী ও বিজীত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিগণ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top