ধুনট পৌর এলাকায় মশক নিধনের উদ্বোধন

S M Ashraful Azom
0
Inauguration of mosquitoes in Dhunat Municipality
রফিকুল আলম,ধুনট : বগুড়ার ধুনট পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের উদ্বোধন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে গৃহহীনদের জন্য নির্মিত দুর্যোগ সহনীয় বাসগৃহ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার কুঠিবাড়ি এলাকায় টি আর-কাবিটা কর্মসূচীর আওতায় ২লাখ ৫৮হাজার টাকা ব্যয়ে নির্মিত বিষ্ণবালার বাসগৃহ পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, জিএম রাশেদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, এমএ তারেক হেলাল, ইউপি সচিব মনিরুজ্জামান ও ইউপি সদস্য নুরুন্নবি আকন্দ প্রমুখ।

পরে জেলা প্রশাসক ধুনট পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, পৌর সচিব শাহীনূর ইসলাম, প্রকৌশলী আবু হাসান ভূইয়া, কাউন্সিলর শাহজাহান আলী, রনজু মল্লিক ও ফজলুল হক সোনা প্রমুখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top