
সেবা ডেস্ক: ভারতে বিদ্যুৎ রফতানি করার পরিকল্পনা করছে বাংলাদেশ। সোমবার রাজধানীর একটি হোটেলে দুই দেশের বিদ্যুৎ বিষয়ক স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান- বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস।
সচিব জানান, অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায়, ভারতের ত্রিপুরা থেকে কুমিল্লা সীমান্ত দিয়ে প্রস্তাবিত ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার পরিবর্তে উত্তরবঙ্গ দিয়ে আমদানির পরিকল্পনা করা হচ্ছে।
এছাড়া দেশে উৎপাদিত চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ ভারতে রফতানির চিন্তাও করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ সচিব।
সচিব বলেন, এ পরিকল্পনায় ভারতের আপত্তি না থাকলে প্রয়োজনীয়তা যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। দুদেশের মধ্যে বিদ্যুৎ আমদানি-রফতানি পরিকল্পনার পর, সচিব পর্যায়ের ১৭তম বৈঠক অনুষ্ঠিত হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।