
সেবা ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৭৫০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে নাচোল থানা পুলিশ।
আটক ব্যাক্তি উপজেলার নেজামপুর ইউপি’র স্টেশন পাড়ার মুনসুর রহমানের ছেলে আব্দুর রাহিম(২১)।
নাচোল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানা পুলিশ রবিবার রাত সাড়ে ১১টার তদকে উপজেলার নেজামপুর রেল স্টেশন পাড়ায় অভিযান চালিয়ে আব্দুর রাহিম নামের ওই ব্যক্তিকে ৭৫০পিস ইয়বাসহ হাতেনাতে আটক করে। আটক আব্দুর রাহিম ইয়াবা ব্যবসার সাথে দীর্ঘদিন থেকে জড়িত বলে সে পুলিশের কাছে স্বীকার করেছেন।
তার বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা হয়েছে। সোমবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।