
রফিকুল আলম,ধুনট: বগুড়ার ধুনট উপজেলায় শ্বশুরকে গলাকেটে হত্যা মামলার প্রধান আসামী নাহিদ হাসানকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। নাহিদ হাসান উপজেলার নিমগাছি গ্রামের জাহেদুর রহমানের ছেলে। শুক্রবার সকাল ৬টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের চান্দাইকোনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, নাহিদ হাসান প্রায় ১২ বছর আগে একই এলাকার শিয়ালি গ্রামের রুবেল আকন্দের মেয়ে রুমা আকতারকে বিয়ে করে। বিয়ের সময় নাহিদকে ৫০ হাজার টাকা যৌতুক দেয়। কিন্ত ২ বছর ধরে নাহিদ তার শ্বশুরের নিকট অতিরিক্ত ১ লাখ টাকা দাবী করে। কিন্ত শ্বশুরের পক্ষে জামাইয়ের দাবীকৃত টাকা পরিশোধ করা সম্ভব হয়নি।
এ ঘটনার জের ধরে ১৮ জুলাই রাতে গাবতলি উপজেলার বেলতলী সোনাইখালী খালের সেতুর উপর রুবেলকে গলাকেটে হত্যার পর লাশ পানিতে ফেলে দেয়। গত ২০ জুলাই রুবেলের লাশ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেতুলিয়া ডেবলবাড়ি গ্রামে করতোয়া নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের ছোট ভাই শাহ আলম বাদী হয়ে নাহিদ হাসানের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে নাহিদ হাসান পলাতক ছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্বশুরকে হত্যার দায় স্বীকার করেছে নাহিত হাসান। এই হত্যাকান্ডের সাথে আরো ৩জন জড়িত রয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। সাত দিনের রিমান্ডের আবেদন করে শুক্রবার দুপুরের দিকে নাহিদ হাসানকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।