ধুনটে পুনাকের ঈদ সামগ্রী পেল ৩০০ পরিবার

S M Ashraful Azom
0
Dhunate Punak's Eid family gets 5 items
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়া জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ধুনট উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের বন্যা কবলিত ৩০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সহড়াবাড়ি যমুনা নদীর ঘাট এলাকায় উক্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বগুড়া পুলিশ সুপার পতœী ও পুনাকের সভানেত্রী রোমানা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার ও পুনাকের উপদেষ্টা আলী আশরাফ ভ‚ঞা বিপিএম (বার)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান (সার্কেল ধুনট-শেরপুর), পুলিশ নারী কল্যাণ সমিতির সহসভাপতি শিরিন আক্তার, শিবলী হোসাইন, জিনাত শারমিন, সাধারণ সম্পাদক মুনজুরী ইসলাম, কোষাধ্যক্ষ রওশন আরা, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ও পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম প্রমুখ।

বগুড়ার পুলিশ সুপার ও পুনাকের উপদেষ্টা আলী আশরাফ ভ‚ঞা বিপিএম (বার) বলেন, বগুড়ার ধুনটের যমুনা নদীর চরাঞ্চলের বন্যা কবলিত এলাকার মানুষ যাতে ভালভাবে ঈদ উদ্যাপন করতে পারেন এজন্য তাদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, চিনি, লাচ্ছা-সেমাই,  গুড়া দুধ ও সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।#


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top