
সেবা ডেস্ক: আজ ২০ আগস্ট মঙ্গলবার সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দের অর্থের টিআর, কাবিটা, প্রকল্পের আওতায় উপজেলার সুবিধাভোগীদের মাঝে সোলার প্যানেল বিতরণ কর হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. ইমরান। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহকারী (পিএস) মোস্তাফিজুর রহমান চাঁন, আওয়ামীনেতা সাবেক অধ্যক্ষ শাহজাহান আকন্দ, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুরুল হক মনজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।