ডেঙ্গু রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে

S M Ashraful Azom
0
Education institutions must play a strong role in preventing dengue
সেবা ডেস্ক: বাংলাদেশের বর্তমান ডেঙ্গু প্রকোপ মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হব। প্রতিটি শিক্ষাঙ্গনের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে তাগিদ দেন যাতে এসব জায়গায় ডেঙ্গু উৎপাদন হতে না পারে।

রোববার রাজধানীতে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে ডেঙ্গু প্রতিরোধে এক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ডেঙ্গু জ্বর হতে নিরাপদ রাখতে প্রতিটি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় এরইমধ্যে পরিপত্র জারি করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকার ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ডেঙ্গু মশার বিস্তার রোধ করতে হলে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। এজন্য সব স্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্ববান জানান তিনি।

উপমন্ত্রী ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণে উপস্থিত হয়ে ক্যাম্পাস ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এ সময় দেশের পলিটেকনিকগুলোতে দ্বিতীয় শিফট নিয়ে চলমান সমস্যা সমাধানের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও সম্পর্কিত।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ এবং কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক রওনক মাহমুদ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top