বান্ছারচর মাদ্রাসায় ম্যানেজিং কমিটি নির্বাচন

S M Ashraful Azom
0
Election of Managing Committee at Bancharchar Madrasa
শফিকুল ইসলাম,রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বান্ছারচর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনের সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন আবু হানিফ মাষ্টারসহ ১০জন। ১৭ আগষ্ট (শনিবার) বিকাল ৪টার দিকে সুপার মাওলানা মো: শফিউর রহমানের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

বান্ছারচর মাদ্রাসার সুপার মাওলানা মো: শফিউর রহমান জানান, ১৪ হতে ১৭ আগষ্ট পর্যন্ত মনোনয়নপত্র  বিক্রি ও জমা নেওয়া শেষ হয়েছে। যাচাই-বাছাইয়ে ১৯ আগষ্ট ১০ জনকেই চুরান্ত করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহার ২১ আগষ্ট, নির্বাচন ও ফলাফল ঘোষনা ৩১ আগষ্ট ২০১৯ ইং তারিখে।

সদস্য পদে আবু হানিফ মাষ্টার বলেন, আমি নির্বাচিত হলে এই মাদ্রাসার শিক্ষার মান-উন্নয়ন, শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করন, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে নিয়মিত মাসিক সভাসহ সার্বিক উন্নয়নে চেষ্টা অব্যাহত রাখব। এ ছাড়াও অত্র মাদ্রাসার বাউন্ডারী ওয়াল নির্মাণ, কবরস্থানে মাটিভরাট, মাদ্রাসা সংলগ্ন সংযোগ সড়ক মেরামত করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক, জিয়া উদ্দিন ও সাংবাদিকসহ অত্র এলাকার বিভিন্ন পেশাজীবীর মানুষ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top