
সেবা ডেস্ক: ‘জামালপুরের ডিসি আহমেদ কবীরের খাস কামরায় আপত্তিকর ভিডিও’ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পরিপ্রেক্ষিতে ওএসডি হওয়া জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীর উদাহরণ সৃষ্টির মতো শাস্তি পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তার সর্বোচ্চ শাস্তি কি হতে পারে- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই উদাহরণ সৃষ্টি করার মতো শাস্তি হবে তার। চাকরির বিধান অনুযায়ী তার এ শাস্তি হবে।
তিনি বলেন, তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি সব বিচার বিশ্লেষণ করে প্রতিবেদন দেবে। আশা করি অল্পদিনের মধ্যেই ব্যবস্থা নেয়া যাবে।
কিছুদিন আগে তার পাওয়া শুদ্ধাচার সার্টিফিকেট প্রত্যাহার করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, তার সার্টিফিকেট অবশ্যই প্রত্যাহার করা হবে।
তিনি আরো বলেন, আশা করি দ্রুত সিদ্ধান্ত নেয়া যাবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।