পূত্রবধুকে পেতে পূত্রকে কুপিয়ে মারলেন বাবা

S M Ashraful Azom
0
Father beat his son to get a bride
সেবা ডেস্ক: নিজেরই ছেলের বউ যশবীরের সঙ্গে সম্পর্ক ছিল ৬২ বছরের শশুড় ছোট্টা সিংহের। হঠাৎ করেই সেটা জেনে যায় ছেলে রাজেন্দ্র। শুরু হয়ে যায় বাবা-ছেলের বাগবিতণ্ডা। এভাবেই চলতে থাকে প্রায় প্রতিদিন।

কিন্তু শ্বশুর আর পুত্রবধূর যে ইচ্ছে বিয়ে করার। আর মাঝে বাধা হয়ে আছে ছেলে। অবশেষে উপায় না পেয়ে নিজের ছেলেকে সরাতে ভয়ঙ্কর কাণ্ড ঘটায় ওই বৃদ্ধ।

গত বুধবার ভারতের পাঞ্জাবের ফরিদকোটের এই ঘটনা। সেদিন রাতে ছোট্টার বাড়ি থেকে রক্ত ভেসে আসতে দেখতে পান প্রতিবেশীরা। এর পরেই পুলিশে খবর দেয়া হয়।

তদন্তের পর পুলিশ জানতে পারে, রাতে ঘুমানোর পর ধারালো অস্ত্র দিয়ে রাজেন্দ্রকে কোপায় তার বাবা ছোট্টা। সেখানেই প্রাণ হারান রাজেন্দ্র। এরপর রাজেন্দ্রর দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে দিয়ে আসার ছক ছিল অভিযুক্তের। কিন্তু রক্ত বেরিয়ে যাওয়ায় তা জেনে যান প্রতিবেশীরা।

পুলিশ জানায়, ছেলের বউকে বিয়ে করার পরিকল্পনা ছিল তার। এ জন্যই এ  হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।

এরই মধ্যে অভিযুক্ত ছোট্টাকে গ্রেফতার করেছে পুলিশ। পুত্রবধূর প্রেমে পড়ে নিজের ছেলের সঙ্গেই বাবা কী করে এমন নৃশংস আচরণ করতে পারে, তা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন প্রতিবেশীরা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top