পাক-ভারত সীমান্তে আবারো গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

S M Ashraful Azom
0
Shot again, Indian troops killed at Pak-India border
সেবা ডেস্ক: গতকাল শনিবার ভারত ও পাকিস্তান সীমান্তে আবারো গোলাগুলি শুরু হয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক সন্দীপ থাপা নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পাকিস্তান প্রথমে নওসেরা এবং রাজৌরি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর পাল্টা জবাব দিতে ভারতও গুলি চালিয়েছে। দু'পক্ষের মধ্যে এখনও গোলাগুলি চলছে।

স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পাকিস্তানের তরফ থেকে প্রথম হামলা চালানো হয়। পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর পাল্টা জবাব দিয়েছে ভারত।

মাত্র দু'দিন আগেই দু'পক্ষের গোলাগুলিতে ভারতের পাঁচজন এবং পাকিস্তানের তিন সেনা নিহত হয়। বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসের মধ্যেই দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। তারপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এর উত্তাপ সীমান্তেও ছড়িয়ে পড়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top