
সেবা ডেস্ক: সাতক্ষীরা পৌর মেয়রের উদাসীনতা ও খামখেয়ালীপনার কারণে সাতক্ষীরা পৌর এলাকায় দিনদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু আতঙ্কের মধ্যে পৌর নাগরিকদের রেখে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি কোথায় ? গোপন সূত্রে জানা যায় তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে লন্ডনে গিয়ে তিনি নিশ্চিন্তে বহাল তবিয়তে আছেন । এদিকে পৌরবাসী আছে মহাবিপদে।
অপরিকল্পিত ড্রেণেজ ব্যবস্থা, রাস্তা-ঘাট, পৌরসভার আওতাধীন পুকুরগুলোর মাধ্যমে এডিস মশার বংশ বৃদ্ধিসহ বিভিন্ন অব্যবস্থাপনায় পরিবেশ দূষণের কারণে পৌর এলাকায় দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। পৌর মেয়রের অনিয়ম-দূর্নীতির কারণে ক্ষোভে দুঃখে মেয়রের সাথে দুরত্বের সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এই মেয়র। যে কারণে সরকারি উন্নয়ন কর্মকান্ডে তার মধ্যে অনিহা।
এই পৌর মেয়র দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথম শ্রেণির পৌরসভা হওয়া স্বর্থেও চোখে পড়ার মত কোন উন্নয়ন দেখেনি পৌরবাসী। ড্রেণেজ ব্যবস্থা নেই বল্লেই চলে। সম্প্রতি ভারী বর্ষণে পৌরসভার ০৯টি ওয়ার্ডের মধ্যে ০৭টি ওয়ার্ডের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দীর্ঘ সময় এই পানি জমে থাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। পৌরসভার রাস্তা-ঘাট, ড্রেণেজ ব্যবস্থার বেহালদশা। পৌরসভার উন্নয়নে জার্মান সরকারের প্রকল্প কে.এফ.ডব্লিউ ফান্ডের অর্থায়ণে কাজ হবে। সেই আশায় সাতক্ষীরা পৌরসভা বসে আছে।
নাম না প্রকাশের স্বার্থে কয়েকজন পৌর কাউন্সিলর ও পৌরসভার কর্মচারীরা বলেন, পৌর মেয়র যা কিছু করেন নিজের মতে। কারও পরামর্শ ও সম্পৃক্ততা নেই পৌরসভার কোন কাজে। তদন্ত করলে বেরিয়ে আসবে কিভাবে ভূয়া টেন্ডার ও কমিটি করে পৌরসভার উন্নয়নের অর্থ লোপাট করা হয়েছে। পৌর নাগরিকদের সেবা নিশ্চিত করতে সাতক্ষীরা পৌরসভার নাগরিক ও সচেতন মহলের দাবী এই অযোগ্য মেয়রকে বহিস্কার করা হোক এবং অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হোক।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।