ডেঙ্গু মশা নিধনে নেওয়া হচ্ছে মাস্টারপ্ল্যান: স্থানীয় সরকার মন্ত্রী

S M Ashraful Azom
0
Master Plan being taken to eliminate dengue mosquitoes: Minister for Local Government
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী মোঃ. তাজুল ইসলাম বলেছেন, এডিস বা ডেঙ্গু মশা নিধনে সিটি কর্পোরেশনগুলোকে মাস্টারপ্ল্যান নিতে বলা হয়েছে। কোথায় এডিস ও অন্যান্য মশার জন্ম হয় প্ল্যানে সে বিষয়টি থাকবে। একই সঙ্গে কোথায় কী ধরনের উদ্যোগ নিতে হবে তারও পরিষ্কার পরিকল্পনা নিতে বলা হয়েছে। রোববার (২৫ অগাস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে জেলা পরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ডেঙ্গু ইস্যুতে সিটি কর্পোরেশন এরইমধ্যে অভিজ্ঞতা অর্জন করেছে। এ অভিজ্ঞতার আলোকে আগামীতে পূর্ব প্রস্তুতির জন্য মাস্টারপ্ল্যান তৈরি করতে বলা হয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশনগুলোকে মশা নিধনের লোকবল বাড়ানোর জন্য বলা হয়েছে বলেও জানান মো. তাজুল ইসলাম। তিনি বলেন, তাদের লোকবল বাড়ানোর কথা বলেছি, যারা শুধুমাত্র মশা নিধনের জন্য কাজ করবে।

তিনি আরো বলেন, এবার যেভাবে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এটা আগে কখনো হয়নি। স্বাভাবিকভাবে এবার আমাদের অভিজ্ঞতা অনেক বেড়েছে। কাজ করতে গিয়ে যেসব জায়গায় ঘাটতি আছে সেগুলোও নির্ণয়ে সক্ষম হয়েছি। সিজনাল প্রোগ্রাম নয়, এ বিষয়ে বছরজুড়েই আমাদের কর্মকাণ্ড হাতে নিতে হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top