
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। দুর্নীতি,জঙ্গীবাদ,মাদক,বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জামালপুর ইসলামপুরে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর থানা আয়োজনে থানা কম্পাউন্ডে রবিবার বিকালে অনুষ্ঠিত মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথিরর বক্তব্য রাখেন জামালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. জামান আব্দুন নাছের বাবুল, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি জামাল আব্দুন নাসের চার্লেস চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম,ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অংকন কর্মকার,সাংবাদিক খাদেমুল হকসহ বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সদস্য, ইমাম,সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।