
ডাঃ জি.এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ উলিপুরে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ১৩ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় মাইকের মাধ্যমে ধান সংগ্রহের জন্য কৃষকদের তালিকা করা হয়। পরে প্রকাশ্য লটারীর মাধ্যমে কৃষকদের তালিকা করা হয়।
সেই তালিকা মোতাবেক প্রতিটি কৃষক উলিপুর খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে এসে সই করে গুদামে ধান বিক্রি করতে পেরে খুশিতে বাগ বাগ করছে। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায় নতুন করে এ উপজেলায় ১ হাজার ৬২ মেট্রিক টন ধান সংগ্রহের বরাদ্দ দেয়া হয়।
এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এবারেও কৃষকের তালিকা উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকের নামের তালিকা করে গত ৭ ইং আগষ্ট প্রকাশ্য লটারীর মাধ্যমে নাম নির্ধারণ করে নামের তালিকা বিভিন্ন অফিসে টাঙ্গিয়ে দেওয়া হয়।
১ হাজার ৬২ মেট্রিক টন ধানের বিপরীতে ১ হাজার ৬২ কৃষকের নামের তালিকা চূড়ান্ত করা হয়। প্রতি কৃষক ১ মেট্রিক টন করে ধান খাদ্য গুদামে বিক্রি করতে পারায় এবারে উলিপুরের কৃষকরা আনন্দে আত্মহারা।
সরেজমিনে গিয়ে দেখা যায় এবারেও প্রতিটি কৃষক উলিপুর খাদ্য কর্মকর্তার অফিসে এসে সই করে গুদামে ধান দিচ্ছে। গত ২৫ শে আগষ্ট দৈনিক যুগান্তর এবং দৈনিক খোলা কাগজে “উলিপুর গুদামে সিন্ডিকের ধান” শীর্ষক একটি খবর প্রকাশিত হলে উলিপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্য সংগ্রহ কমিটির সদস্য সচিব হেমন্ত কুমার বর্মনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান একটি কুচক্রীমলে সরকারের অর্জনকে ধংস করার জন্য সাংবাদিক কে মিথ্যা তথ্য দিয়ে এই সংবাদটি প্রকাশ করেছে।
যেহেতু প্রকাশ্যে লটারীর মাধ্যমে কৃষকের নাম চুড়ান্ত করে প্রত্যেকটি কৃষকের সই নিয়ে ধান সংগ্রহ করা হচ্ছে। সেহেতু দৈনিক যুগান্তর এবং খোলা কাগজের প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
প্রভাবশালী মহল এবং সিন্ডিকেট সম্পর্কে বাংলাদেশ আওয়ামীলীগ উলিপুর উপজেলা কমিটির দপ্তর সম্পাদক প্রভাষক নিমাই সিনহার কাছে জানতে চাইলে তিনি বলেন এম,পি মহোদয়ের নির্দেশে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং খাদ্য কর্মকর্তার মাধ্যমে প্রকাশ্যে লটারী করে কৃষকের তালিকা করায় একটি কুচক্রী মহল সাংবাদিক কে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় উলিপুর উপজেলা আওয়ামীলীগ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।