ধুনটে ধর্ষনে জন্ম নেওয়া শিশুসহ মা সেফহোমে

S M Ashraful Azom
0
Safe mother with child born in rape
রফিকুল আলম,ধুনট : বগুড়ার ধুনট উপজেলায় ধর্ষনের পর জন্ম নেওয়া কোলের সন্তানসহ তার কুমারি মাকে মহিলা ও শিশু কিশোরী নিরাপদ আবাসনে (সেফহোম) পাঠানো হয়েছে। আদালতের আদেশে সোমবার সকাল ৯টার দিকে ধুনট থানা থেকে মা ও শিশুকে রাজশাহী সেফহোমে পাঠানো হয়।

থানা সূত্রে জানা যায়, উপজেলার ছোট চিকাশি গ্রামের চপল ইসলাম প্রায় ১৭ বছর আগে একই এলাকার কৈয়াগাড়ি গ্রামের দেলোয়ারা খাতুনকে বিয়ে করে। তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের জন্ম হয়। প্রায় ৩ বছর আগে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। তালাকপ্রাপ্ত হয়ে দেলোয়ারা খাতুন কিশোরী মেয়েকে কৈয়াগাড়ি গ্রামে বাবার বাড়িতে রেখে জীবিকার তাগিদে ঢাকায় পোশাক কারখানায় চাকুরি নেয়।

এ অবস্থায় মেয়েটি কৈয়াগাড়ি গ্রামে তার নানা রশিদ মন্ডলের বাড়ি থেকে স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়তো। বিয়ের প্রলোভনে একই এলাকার রঘুনাথপুর গ্রামের বকুল হোসেন মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২০১৮ সালের ১৫ এপ্রিল বকুল হোসেন মেয়েটির ঘরে ঢুকে ধর্ষনের সময় ধরে ফেলে নানা। ঘটনাটি প্রকাশ করার ভয় দেখিয়ে একই সময় নানা রশিদ মন্ডলও নাতনিকে ধর্ষন করে।

ধর্ষনে মেয়েটি অন্তঃসত্বা হলে তার বাবা বাদী হয়ে ২০১৮ সালের ৩ অক্টোবর বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করে (মামলা নং ২৪৩ পি)। ওই মামলায় মেয়েটির নানা রশিদ মন্ডল ও প্রেমিক বকুল হোসেনকে আসামী করা হয়েছে। এ অবস্থায় ধর্ষনের শিকার স্কুলছাত্রী ১ জানুয়ারী বাবার বাড়িতে পুত্র সন্তানের জন্ম দেয়। মামলার আসামী বকুল হোসেন ও রশিদ মন্ডল বর্তমানে বগুড়া কারাগারে আটক রয়েছে।

এদিকে সন্তান প্রসবের পর লোক লজ্জায় বাড়ি ছেড়ে মেয়েটি তার দাদির সাথে উপজেলার সোনাহাটা বাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকতো। এ অবস্থায় ১৫আগষ্ট দুপুরের দিকে কোলের সন্তানসহ মাকে সোনাহাটা বাসা থেকে নিয়ে যায় দেলোয়ারা খাতুন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সাবেক স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়। পুলিশ কোলের সন্তানসহ মেয়েটিকে শনিবার তার খালার বাড়ি থেকে উদ্ধার করে রবিবার বিকেলে বগুড়া আদালতে পাঠায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, আদালতের আদেশে কোলের সন্তানসহ ভিকটিমকে রাজশাহী মহিলা ও শিশু কিশোরী নিরাপদ আবাসনে (সেফহোম) পাঠানো হয়েছে। কোলের সন্তানসহ ভিকটিম তার মা নাকি বাবার নিকট থাকবেন তা ২৮ আগষ্ট আদালত নির্ধারন করবেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top