
সেবা ডেস্ক: কুড়িগ্রাম জেলার দুটি উপজেলা রাজিবপুর ও রৌমারী এবং জামালপুরের উত্তরাঞ্চলের অধিকাংশ লোকদের যাতায়াতের একমাত্র রাস্তা ইসলামপুর উপজেলার ফুলকারচর ব্রীজের উপর দিয়ে। আকষ্মিকভাবে গত ১৩ আগস্ট ভেঙ্গে পরায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরেছিল।
বকশিগঞ্জ-জামালপুরগামী রাস্তাটির উপর নির্ভরশীল ৫/৬টি উপজেলার প্রায় ৭ লক্ষাধিক লোক। রাস্তাটি ব্যবহার করে দৈনিক প্রায় ৫ শতাধিক যানবাহন চলাচল করে থাকে। এছাড়াও এই রাস্তা দিয়ে কুড়িগ্রাম জেলার স্থলবন্দর ও জামালপুর জেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর হয়ে ভারত ও বাংলাদেশের বিভিন্ন মালামাল রপ্তানী-আমদানী হয়ে থাকে। নামিদামী ট্রান্সপোর্ট সুবিধার জন্য এ রাস্তা ব্যবহার করে যাতায়াত করে থাকে।
রাজধানী ঢাকা সহ সারাদেশে রিফাত, সিয়াম, শ্যামল বাংলা, বৈশাখী পরিবহনের জননী, প্রিয় এক্সপ্রেস, যশোদা ইত্যাদি দূরপাল্লার গাড়ী যাতায়াত করে। ফুলকারচর ব্রীজ ভেঙ্গে পরার দরুণ ৭ লক্ষাধিক লোকের যাতায়াতের জন্য জনগুরুত্বপূর্ণ যানচলাচল থমকে যায়।
দীর্ঘ ১ সপ্তাহকাল জামালপুর সড়ক ও জনপদ বিভাগ অক্লান্ত পরিশ্রম করে দৈনিক ৫০ জন লোকবলের সাহায্যে ভেঙ্গে পরা ব্রীজটির উপর বেইলী ব্রীজ নির্মাণ করেছে।
জামালপুর সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত সাব ডিভিশন ইঞ্জিনিয়ার মোফাখখারুল ইসলাম সার্বক্ষণিক তদারকি করে জনযাতায়াতে ব্রীজটি হালকা যানচলাচলের উপযোগী করে তুলেছে বলে সাক্ষাতকারে জানিয়েছেন। তবে অচিরেই সবধরণের যানচলাচলের জন্য ডাইভারশন তৈয়ার করবেন বলে জানিয়েছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।