সমকামিতার টানে পালিয়ে যাওয়া দুই তরুণী উদ্ধার

S M Ashraful Azom
0
Two young girls rescued from homosexuality
সেবা ডেস্ক: রাজশাহীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকা থেকে চলতি বছরের ১৯ মার্চ এ সমকামিতার টানে পালিয়ে যাওয়া দুই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার বিকেলে নওদাপাড়া এলাকার আব্দুল্লাহ আল মাহমুদের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফিরোজ আল-মামুন বলেন, চলতি বছরের ১৯ মার্চ নিখোঁজ হন ওই দুই তরুণী। পরে ১৮ এপ্রিল আগরপুর রোডের এক বাসিন্দা তার মেয়েকে অপহরণের অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় নগরীর অক্সফোর্ড মিশন রোডের আমজাদ মঞ্জিলের ভাড়াটিয়া আব্দুর রহমান দুলাল ফকিরের ছেলে উজ্জ্বল হোসেন রানা, স্ত্রী আলেয়া বেগম ও মেয়ে জামাই মো. মাসুমকে আসামি করা হয়। এ ঘটনায় উজ্জ্বল হোসেন রানাকে গ্রেফতার করে পুলিশ।

চার মাস ধরে আগরপুর রোডের ওই বাসিন্দার মেয়েসহ অপর তরুণী নিখোঁজ ছিল। পরে তাদের সন্ধান নিশ্চিত হতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়া হয়। এতে ওই দুই তরুণীর অবস্থান রাজশাহী মেট্রোপলিটন এলাকায় নিশ্চিত হওয়া যায়। এরপর শনিবার দিনভর অভিযান চালিয়ে নওদাপাড়া এলাকার আব্দুল্লাহ আল মাহমুদের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

এসআই মামুন আরো বলেন, জিজ্ঞাসাবাদে তরুণীরা স্বীকার করেছেন, তারা অপহরণ হননি। তারা স্বেচ্ছায় পালিয়ে যান। এমনকি দুজন আব্দুল্লাহ আল মাহমুদ নামের ওই ব্যক্তির কাছ থেকে বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করতেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top