চট্টগ্রাম থেকে আটক ১২ জামায়াত নেতার বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ

S M Ashraful Azom
0
চট্টগ্রাম থেকে আটক ১২ জামায়াত নেতার বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ
সেবা ডেস্ক: গত ২৯ আগষ্ট বৃহস্পতিবার চট্টগ্রামের সুবর্ণা আবাসিক এলাকায় একটি বাসায় গোপন বৈঠক চলাকালে চট্টগ্রাম পুলিশের হাতে মহানগর জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহানসহ ১২ জন আটক হন। এ ঘটনায় তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে তাদের বিরুদ্ধে বিশেষ আইন ও অস্ত্র উদ্ধারের ঘটনায় দুটি মামলা করে পুলিশ। পরে শুক্রবার চট্টগ্রাম মহানগর হাকিম মো. শফি উদ্দিনের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন-জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যাহ, সদস্য মাহমুদুল আলম, মো. ওসমান, কর্মী আহমদ খালেক প্রকাশ খালেদ আনোয়ার, মো. তৌহিদুল আনোয়ার সোহেল, সদস্য আমির হোসেন, সদস্য ফারুক আজম, সিদ্দিকুর রহমান, নাসির উদ্দীন ও জাকের হোসেন।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, বৃহস্পতিবার রাতে সুবর্ণা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট থেকে মহানগর জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহানসহ ১২ জনকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ। তাদের কাছ থেকে সাতটি ককটেল, একটি রাম দা, একটি কিরিচ, একটি চাপাতি, ১৮টি চকলেট বোমা, চারটি লোহার রড ও গোপন নথিপত্র উদ্ধার করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top