
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বদিউজ্জামান বদি (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
১৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টার দিকে স্থানীয় দশানী নদীতে মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়। বদিউজ্জামান বদি সাধুরপাড়া ইউনিয়নের চর কামালের বার্ত্তী গ্রামের ইউনুস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রোববার রাত থেকে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বৃষ্টির মধ্যেই দশানী নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান বদিউজ্জামান বদি। সকাল ১০ টার দিকে মাছ ধরার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেন ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।